ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তানোরে ট্রাক চাপায় সহকারী শিক্ষা অফিসার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
তানোরে ট্রাক চাপায় সহকারী শিক্ষা অফিসার নিহত

রাজশাহী: রাজশাহীতে বিদ্যালয় পরিদর্শন শেষে মোটরসাইকেলে ফেরার সময় ট্রাক চাপায় সহকারী শিক্ষা অফিসার মাকসুদা একরাম (৩৭) মারা গেছেন। তিনি তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত ছিলেন।

এ সময় মোটরসাইকেল চালক চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্কাস আলী গুরুতর আহত হন।

রোববার (৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার দেবীপুর মোড়ে রহমান কোল্ডস্টোরেজের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাকসুদাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি কুমিল্লা জেলায়, জানা গেছে।

এদিকে ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জের আমনুরা থেকে চালকে আটক করে পুলিশ। ট্রাকটিও (ঢাকা ট ১৪-১২৫৬) জব্দ করা হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আব্দুস সালাম বাংলানিউজকে জানান, তানোর থেকে ছেড়ে আসা মুণ্ডুমালাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মাকসুদা একরামের মৃত্যু হয়। গুরুতর আহত হন আক্কাস আলী।

ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে, জানান আব্দুস সালাম।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।