ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

কুমিল্লা: কুমিল্লা নগরের নুরপুর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. হাসান (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। রোববার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

মো. হাসান একই এলাকার বড়বাড়ির মৃত হাকিম মিয়ার ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ওই বিদ্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন হাসান।

পূর্ব বিরোধের জের ধরে এসময় কয়েকজন দুর্বৃত্ত এসে তার পেটে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে চিকিৎসক হাসানকে ঢাকা মেডিকেল নেওয়ার পরামর্শ দেন। বিকেল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর মো. সালাউদ্দিন বাংলানিউজকে বলেন, বিষয়টি আমাদের জানা ছিল না। এখণ খোঁজ নিয়ে দেখছি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।