ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুয়াকাটা সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
কুয়াকাটা সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ কুয়াকাটা সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ

পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

রোববার (০৮ জানুয়ারি) সকালে পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট মাসুদুল আলমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে ফার্মস অ্যান্ড ফার্মসের পিকনিক স্পটে থাকা ৬০টি দোকান উচ্ছেদ করা হয়।

কলাপাড়া উপজেলা কমিশনার সহকারী (ভূমি) বিপুল চন্দ্র দাস, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, মহিপুর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিম মিয়া ও স্থানীয় জনপ্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র দাস বাংলানিউজকে বলেন, সরকারিভাবে অবৈধ দোকানগুলো অপসারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।