ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কমলনগরে জেলেসহ দুইজনের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
কমলনগরে জেলেসহ দুইজনের জরিমানা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে জাটকা ধরা ও ক্রয় করার দায়ে জেলেসহ দুইজনের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়নের চর উভুতি গ্রামের শাহ আলম বিশ্বাসের ছেলে গিয়াস উদ্দিন (২৬), কমলনগর উপজেলার পাটারীহাট ইউনিয়নের আবদুল মজিদের ছেলে মো. ফারুক (২২)।

উপজেলা মৎস্য কর্মকর্তা বাংলানিউজকে জানান, বিকেলে মতিরহাট এলাকায় মেঘনা নদী থেকে জাটকা ধরা এবং ক্রয় করার দায়ে পুলিশ দুই জনকে আটক করে। পরে সন্ধ্যায় তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক জেলে গিয়াস উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড ও জাটকা ক্রয় করার দায়ে মো. ফারুকের এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন।

এ সময় কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস, উপজেলা মৎস্য সিনিয়র কর্মকর্তা আবদুল কুদ্দুছ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।