ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্থলবন্দরের ৪ উপ-পরিচালকের রদবদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
স্থলবন্দরের ৪ উপ-পরিচালকের রদবদল

বেনাপোল (যশোর): স্থলবন্দর কর্তৃপক্ষের অধিনস্ত চারটি বন্দরের উপ-পরিচালকের কর্মস্থল রদবদল করা হয়েছে। রোববার (৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয় থেকে উপ-পরিচালকদের স্ব স্ব দপ্তরে বদলির আদেশের চিঠিটি এসে পৌঁছায়।

স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন) ব্যবস্থাপক মোহাম্মদ আলী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিলকে বেনাপোল বন্দর থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বদলি করা হয়।

অপরদিকে ঢাকা প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (প্রশাসন) আমিনুল ইসলামকে বদলি করে বেনাপোল বন্দরে উপ-পরিচালক (ট্রাফিক) পদে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।

আখাউড়া স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলামকে বদলি করে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে দেওয়া হয় এবং বুড়িমারী স্থলবন্দরের উপ-পরিচালিক (ট্রাফিক) মোহাম্মদ মামুন কবীর তরফদারকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দেওয়া হয়।

একই সঙ্গে মো. মামুন কবীর তরফদারকে ঢাকার প্রধান কার্যালয়ে অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।
 
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (প্রশাসন) মো. রেজাউল করিম চিঠি পাওয়ার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এজেডএইচ/আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।