ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে আরও পাবলিক টয়লেটের উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
রাজধানীতে আরও পাবলিক টয়লেটের উদ্বোধন

ঢাকা: ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে আরও একটি আধুনিক পাবলিক টয়লেট উদ্বোধন করেছেন মেয়র আনিসুল হক।

রোববার (০৮ জানুয়ারি) নগরীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে এ পাবলিক টয়লেটটি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সফিউল্লা, ২৪, ২৫ ও ৩৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর নাজমুন নাহার হেলেন  ও ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. মো. খাইরুল ইসলাম।

    

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আনিসুল হক বলেন, ‘তেজগাঁও এলাকায় তিনটি পাবলিক টয়লেট হয়েছে, ওয়াটার এইডের সহযোগিতায় এ টয়লেট উদ্বোধনের মাধ্যমে ঢাকা উত্তরের দশটি পাবলিক টয়লেটের কাজ সম্পন্ন হয়েছে। আমরা জায়গার অভাবে প্রয়োজনীয় নতুন টয়লেট তৈরি করতে পারছি না। জনবহুল জায়গায় আমাদের জায়গা দিলে আমরা টয়লেট তৈরি করে দেব। কিছু বানাবে ওয়াটার এইড, কিছু বানাবো আমরা। আর কিছু বানাবে অন্য এনজিও তবে দায়িত্ব থাকবে সিটি করপোরেশনের। ’

ওয়াটার এইডের খাইরুল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশন, ওয়াটার এইড এবং এইচ অ্যান্ড এম ফাউন্ডেশনের সহযোগিতায় তৈরি এ পাবলিক টয়লেটগুলো সাধারণ পথচারীদের জন্য তাই এর রক্ষণাবেক্ষর দায়িত্ব নিজ নিজ এলাকার নির্বাচিত প্রতিনিধিদের। আধুনিক ও দৃষ্টিনন্দন এ টয়লেট গুলোতে নারী এবং পুরুষের জন্য আলাদা চেম্বার, লকার, হ্যান্ড ওয়াশিং, শাওয়ার এবং বিশুদ্ধ খাবার পানির সুবিধা, ২৪ ঘণ্টা বিদ্যুৎ এবং সিসিটিভি ক্যামেরা আওতায় থাকবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
আরআইএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।