ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে বাসচাপায় সাইকেল অারোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
কুড়িগ্রামে বাসচাপায় সাইকেল অারোহী নিহত

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ী অাগমনী বাজারের কাছে বাসের চাপায় ছবর উদ্দিন (৫৫) নামে এক বাইসাইকেল অারোহী নিহত হয়েছেন। সোমবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ছবর উদ্দিনের বাড়ি জেলার রাজারহাট উপজেলার একতা বাজার এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায়, সকালে কাঠালবাড়ীর অাগমনী বাজারের কাছে একটি মিনিবাস পেছন থেকে সাইকেল অারোহী ছবর উদ্দিনকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অাব্দুস সোবহান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।