ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে উন্নয়ন মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
পিরোজপুরে উন্নয়ন মেলা শুরু পিরোজপুরে উন্নয়ন মেলা শুরু

পিরোজপুর: উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র- এ স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।

সোমবার (০৯ জানুয়ারি) সকালে পিরোজপুর বালক উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল।

এর আগে সকাল ১০টার দিকে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
 
পিরোজপুর জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আব্দুর রব হাওলাদার, অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুজ্জামান, জেলার পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপক লায়লা ইরাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, সিভিল সার্জন মুহাম্মদ ফখরুল আলম, সরকারি সোহরাওয়ার্দী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শাকিলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামন ফুলু।
 
মেলায় ৯২টি স্টলে জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তর, বিভাগ ও প্রতিষ্ঠান বর্তমান সরকারের আট বছরের উন্নয়ন কার্যক্রমের ভিডিও ও স্থির চিত্র প্রদর্শন করছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এজি /এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।