ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোস্তফা ফারুকের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
মোস্তফা ফারুকের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব মন্ত্রিসভার বৈঠক

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী এবং সংসদ সদস্য মোস্তফা ফারুক মোহাম্মদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (০৯ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত  বৈঠকে সাবেক এই মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে তার জীবনীর ওপর আলোচনা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরষিদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, সিভিল সার্ভিসের এই কর্মকর্তা ২০০১ সালে চাকরি থেকে অবসরের পর ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নবম জাতীয় সংসদে যশোর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১২ সালের ১৩ সেপ্টেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৪ জানুয়ারি মোস্তফা ফারুক মোহাম্মদের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।