ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
কালীগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক কালীগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক-ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (০৯ জানুয়ারি) সকালে তাদের আটক করা হয়। পরে বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন-কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়ন পরিষদের উত্তর মসরত গ্রামের মহির উদ্দিনের ছেলে আমিনুর রহমান (২৮) ও একই উপজেলার বলাইরহাট গ্রামের রতন চন্দ্র (৩৫)।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৃথক দুইটি অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ আমিনুর ও রতনকে আটক করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনায় বিকেলে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।