ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে উন্নয়ন মেলার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
সিলেটে উন্নয়ন মেলার উদ্বোধন সিলেটে উন্নয়ন মেলা উপলক্ষে ৠালি

সিলেট: সিলেটে নগরীর রিকাবিবাজারে ৩টা ৪২ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উন্নয়ন মেলার  উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ( জানুয়ারি ০৯) বিকেল ৩টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসন কার্যালয় থেকে বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে আসে।

র্যালিতে অংশ নেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া ও জেলা প্রশাসক জয়নাল আবেদীন, সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান প্রমুখ।

উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে নগরীর রিকাবিবাজারে অালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

 

জেলা প্রশাসক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একেএম আব্দুল মোমেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান প্রমুখ।  

প্রথম বারের মতো মেলায় ৭৩টি স্টল সরাসরি সেবা প্রদান করছে জানান জেলা প্রশাসক জয়নাল আবেদীন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এনইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।