ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে রেলওয়ে সর্বদলীয় সমন্বয় পরিষদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
 ময়মনসিংহে রেলওয়ে সর্বদলীয় সমন্বয় পরিষদের বিক্ষোভ ময়মনসিংহ রেলওয়ে সর্বদলীয় সমন্বয় পরিষদের বিক্ষোভ মিছিল। ছবি: অনিক খান

ময়মনসিংহ: গত ১৪ই ডিসেম্বর ময়মনসিংহ অঞ্চলে কয়েক ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ রেলওয়ে সর্বদলীয় সমন্বয় পরিষদ। সোমবার (০৯ জানুয়ারি) সকাল ১০ টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন রেলওয়ে সর্বদলীয় সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক আব্দুল হালিম আজাদ, যুগ্ম-সমন্বয়কারী মোজাম্মেল হক, স্টেশন মাস্টার কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম  ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ প্রমুখ।
 

সমাবেশে বক্তারা বলেন, গত ১৪ ডিসেম্বর একটি বিশ্রামাগারকে কেন্দ্র করে গার্ড কাউন্সিলের সভাপতি রুহুল কুদ্দুস ও সম্পাদক আবুল বাশার ঢালির নির্দেশে ময়মনসিংহ অঞ্চলে ৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

এতে করে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে এবং সরকারের রাজস্ব ক্ষতি হয়।

বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত পেনশন কর্মচারীদের জন্য একটি রুম রেল সচিবের নির্দেশে বরাদ্দ দেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত দেয়া হয়নি। অবিলম্বে রুম বরাদ্দ দেয়া এবং ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন আন্দোলনকারীরা।

প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর অবসরপ্রাপ্ত পেনশন কর্মচারীরা স্টেশন সুপারের নির্দেশে তাদের রুমটি বুঝে নেয়ার সময় রুমের ভেতরে থাকা গার্ডদের বিভিন্ন জিনিসপত্র পিএসএম অফিসে স্থানান্তর করে। এরই প্রতিবাদে ৩ ঘণ্টা রেল চলাচল বন্ধ রাখে বর্তমান দায়িত্বরত গার্ডরা।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘন্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এমএএএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।