ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে দুর্ঘটনার কবলে তুরিন আফরোজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
পলাশবাড়ীতে দুর্ঘটনার কবলে তুরিন আফরোজ

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দুর্ঘটনার কবলে পড়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউটর ব্যারিস্টার ড. তুরিন আফরোজ। সোমবার (৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার শিল্পী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে প্রাইভেটকারে করে পলাশবাড়ী হয়ে ঢাকা যাচ্ছিলেন তুরিন আফরোজ। পথে দক্ষিণ বগুড়া বাসস্ট্যান্ডের কাছে দুই কিশোর বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় তুরিন আফরোজের গাড়িকে ধাক্কা দেয়।

এতে রানা ইসলাম (১৪) নামে মোটরসাইকেলের এক আরোহী আহত হয়। এছাড়া তুরিন আফরোজের গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ আহত কিশোরকে আটক করলেও অপরজন পালিয়ে যায়।

ওসি আরো জানান, রানাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া প্রাইভেটকারে  ধাক্কা দেওয়ার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

আটক রানা ইসলাম উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের জয়পুরপাড়ার মো. মুকুল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, রানা সবেমাত্র মোটরসাইকেল চালানো শিখেছে। ছোট রাস্তা থেকে মহাসড়কে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করেই সে প্রাইভেটকারে ধাক্কা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।