ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা/ছবি- বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) বিকেলে মহানগর আওয়ামী লীগের বর্ধিত অংশ শম্ভুগঞ্জ সদরের উদ্যোগে জে কে বি কলেজে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু।



বক্তারা বলেন, আমরা সবাই মিলে ময়মনসিংহ নগরীর উন্নয়নে কাজ করলে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়তে সবাই একযোগে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এমএএএম/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।