ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
কুষ্টিয়ায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু কুষ্টিয়ায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

কুষ্টিয়া: উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র- এ স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।

সোমবার (০৯ জানুয়ারি) দুপুর ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের পর কালেক্টরেট চত্বরে এ উন্নয়ন মেলা শুরু হয়।

এর আগে সকাল ১১টার দিকে কালেক্টরেট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

এতে জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিমসহ জেলা ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার লোক অংশ নেন।

তিন দিনব্যাপী এ মেলায় সরকারি-বেসরকারি ৮৬টি স্টলে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।