ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
দিনাজপুরে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু দিনাজপুরে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

দিনাজপুর: উন্নয়ন গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র- প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।

এ উপলক্ষে সোমবার (০৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দিনাজপুর জেলা স্কুল মেলা প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, ডিডি এলডি মো. ইমতিয়াজ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. মাসুদ রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রাব্বী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌফিক ইমাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রহমান, দিনাজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান, বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মো. শমসের আলী, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. মাহফুজজামান আশরাফ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, বিআরটিসি দিনাজপুর বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) মো. আব্দুর রহিম, রতন কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলিন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।