ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

কিশোরগঞ্জ: সরকারের উন্নয়নমূলক কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে কিশোরগঞ্জের ১৩ উপজেলায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।

সোমবার (০৯ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলার উদ্বোধন করেন। কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে এ মেলার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য দিলারা বেগম আছমা, জেলা প্রশাসক মো. আজিমুউদ্দিন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  গোলাম মোহাম্মদ ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল প্রমুখ।
 
এদিকে, সকালে মেলা উপলক্ষে করিমগঞ্জ উপজেলায় একটি ৠালি বের করে উপজেলা প্রশাসন। ৠালিতে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছমা আরা বেগম, করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী, উপজেলা ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন খান দিদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেহেদী উল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইকবাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা দাউদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।