ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এইচএসসিতে বরিশাল বোর্ডে ৬টি পরীক্ষা কেন্দ্র বাড়লো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
এইচএসসিতে বরিশাল বোর্ডে ৬টি পরীক্ষা কেন্দ্র বাড়লো

বরিশাল: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় এবার এইচএসসি পরীক্ষায় ছয়টি কেন্দ্র বাড়ানো হয়েছে। এতে এ বছর ১১৫ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নতুন পরীক্ষা কেন্দ্রগুলো হলো- বরিশালের আলেকান্দা সরকারি কলেজ, মেহেন্দিগঞ্জ উলানিয়া মোজাফফর খান ডিগ্রি কলেজ, ঝালকাঠির নলছিটি দপদপিয়া ইউনিয়ন কলেজ, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা খানাবাদ কলেজ, বরগুনার পাথরঘাটা হাজী জালাল উদ্দিন কলেজ ও ভোলা চরফ্যাশনের নিলীমা জ্যাকব মহিলা কলেজ।

বরিশাল শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে এবার ছয়টি পরীক্ষা কেন্দ্র বাড়ানো হয়েছে।

২০১৬ সালে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় ১০৯টি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।