ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেগাবিচ কার্নিভাল উপলক্ষে বরিশালে সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
মেগাবিচ কার্নিভাল উপলক্ষে বরিশালে সংবাদ সম্মেলন

বরিশাল: আগামী ১৪ জানুয়ারি থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী মেগাবিচ কার্নিভাল-২০১৭।

সোমবার (০৯ জানুয়ারি) দুপুরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বরিশালের বিভাগীয় কমিশনার ও কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. গাউস, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজমানারা খানুম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) নিখিল রঞ্জন রায়, ট্যুরিজম বোর্ডের পরিচালক মো. নজরুল ইসলাম, পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক জিয়াউল হক হাওলাদার, বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ ট্যুরিজম বোর্ড ও পর্যটন কর্পোরেশনের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) নিখিল রঞ্জন রায় বাংলানিউজকে জানান, সমুদ্র সৈকত কুয়াকাটার আশপাশে আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে। বিচ কার্নিভালের অন্যতম উদ্দেশ্য হলো কুয়াকাটা সৈকতের সঙ্গে আশপাশের দর্শনীয় স্থানগুলোর সংযোগ স্থাপন করা। যাতে করে দেশি-বিদেশি পর্যটকরা কুয়াকাটার প্রতি আরও আকৃষ্ট হয়।


মেগাবিচ কার্নিভাল উৎসবের বিভিন্ন পর্বে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, চিফ হুইপ আ স ম ফিরোজ অংশ নেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এমএস/এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।