ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যমুনা সেতুতে আরও একটি রেলপথ স্থাপন করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
যমুনা সেতুতে আরও একটি রেলপথ স্থাপন করা হবে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহ উদ্দিন

লালমনিরহাট: রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহ উদ্দিন বলেছেন, দেশের রেলপথ যোগাযোগ আরও সহজ করতে যমুনা সেতুর ওপর আরও একটি রেলপথ স্থাপন করা হবে।

সোমবার (০৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় লালমনিরহাট উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইতোমধ্যে বুড়িমারী-লালমনিরহাট রেলপথ সংস্কারসহ জেলার ২৭টি স্টেশনের উন্নয়ন করা হয়েছে।

সুযোগ হলে বুড়িমারী থেকে আন্তঃনগর ট্রেনের ব্যবস্থা করা হবে।

লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।