ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে বিজ্ঞান বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
পিরোজপুরে বিজ্ঞান বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত পিরোজপুরে বিজ্ঞান বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুর: বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করতে শিক্ষা কর্মকর্তাদের ভূমিকাই অগ্রগণ্য- এ বিষয়ের ওপর কলেজ পর্যায়ের বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সেমবার (৯ জানুয়ারি) দুপুরে পিরোজপুর মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় সরকারি মহিলা কলেজ এবং আফতাবউদ্দিন মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা অংশ নেন।

পিরোজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা রয়েল বেঙ্গল ফাউন্ডেশন’র সহযোগী প্রতিষ্ঠান বিজ্ঞান ক্লাব এই বির্তক প্রতিযোগিতার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন রয়েল বেঙ্গল ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না।

বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান।
 
এসময় বক্তব্য রাখেন আফতাবউদ্দিন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, সাংবাদিক গৌতম চৌধুরী, শের-ই বাংলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা নকীব, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান এবং জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা আক্তার হেপী প্রমুখ।
এ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সরকারি মহিলা কলেজ। শ্রেষ্ঠ বক্তার পুরস্কার পেয়েছেন মহিলা কলেজের নুসরাত জাহান। প্রতিযোগিতা শেষে বিতর্কে অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।