ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আলোচনায় সমস্যা সমাধান সম্ভব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
আলোচনায় সমস্যা সমাধান সম্ভব রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আলোচনাকালে বিকল্পধারার প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, ছবি: সংগৃহীত

ঢাকা: আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব বলে জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেন, মত ও আদর্শের ভিন্নতা আছে বলেই মানুষ ভিন্ন-ভিন্ন দল করে। কিন্তু জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য থাকা দরকার।

সোমবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নিবার্চন কমিশন গঠন সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলাদাভাবে আলোচনা অংশ নেয় বিকল্পধারা বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় আলোচনাকালে রাষ্ট্রপতি এ কথা বলেন।

বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করীম নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করে।

আবদুল হামিদ বলেন, রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং একে অন্যের অভিমতকে সম্মান জানানো গুরুত্বপূর্ণ। রাজনীতিতেও ‘স্পোর্টসম্যানশিপ স্পিরিট’ থাকা খুবই জরুরি।

বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বলেন, রাষ্ট্রপতি যে আলোচনার উদ্যোগ গ্রহণ করেছেন, তা গণমানুষের মনে প্রত্যাশার জন্ম দিয়েছে।

নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন, নির্বাচন সংক্রান্ত মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে আইন প্রণয়নের প্রস্তাব দেয় বিকল্পধারা। রাষ্ট্রপতির এ উদ্যোগ শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন বদরুদ্দোজা চৌধুরী‍।

বিকল্পধারা মহাসচিব আবদুল মান্নান, শাহ আহমেদ বাদল, মাহী বি চৌধুরীসহ প্রতিনিধি দলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিনিধি দল আশা প্রকাশ করে জাতীয় রাজনীতিতে ইতিবাচক ও গুণগত ধারার সূচনা হবে। দলটি নির্বাচন কমিশন গঠন ও সুষ্ঠু নির্বাচনে নির্বাচন কমিশন গঠনে আইনি কাঠামো এবং জাতীয় সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চালু, নির্বাচন কমিশনের জন্য আলাদা সচিবালয় স্থাপনসহ ৭ দফা প্রস্তাব পেশ করে।

***দলগুলোর মতৈক্য জরুরি

বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এমইউএম/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।