ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধোলাইখালে ট্রাক চাপায় ২ রিকশাযাত্রী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
ধোলাইখালে ট্রাক চাপায় ২ রিকশাযাত্রী নিহত

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ার ধোলাইখালে ট্রাক চাপায় দুই রিকশাযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিকশাচালক।

সোমবার (০৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ধোলাইখালে সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন রাস্তায় চলন্ত ট্রাক যাত্রীবাহী রিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই রিকশাযাত্রী হলেন- সানোয়ার (৪০) ও বাদল (৩৫)।

এ ঘটনায় আহত রিকশাচালকক সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বাংলানিউজকে জানান, এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এজেডএস/এসকে/টিআই   

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।