ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় ফটো সাংবাদিক জিয়া আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
সড়ক দুর্ঘটনায় ফটো সাংবাদিক জিয়া আহত ফটো সাংবাদিক জিয়া ইসলাম, ছবি: সংগৃহীত

ঢাকা: একটি জাতীয় দৈনিকের ফটো সংবাদিক জিয়া ইসলাম (৩৫) সড়ক দুর্ঘটনায় গুর‍ুতর আহত হয়েছেন। তিনি দৈনিক প্রথম আলোর ফটো চিফ হিসেবে কর্মরত।

সোমবার (৯ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে পান্থপথের বসুন্ধরা সিটি শপিংমলের সামনে দুর্ঘটনার কবলে পড়েন।

পরে গুরুতর আহত অবস্থায় জিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নেওয়া হয়।

মােটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেটকার ধাক্কা দিলে তিনি আহত হন।

ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ফটো সাংবাদিক জিয়ার অবস্থায় খুবই খারাপ। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।