ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে বৃষ্টি, কারো ক্ষতি কারো আশীর্বাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
নাটোরে বৃষ্টি, কারো ক্ষতি কারো আশীর্বাদ নাটোরে বৃষ্টিতে বেড়েছে শীতের তীব্রতা

নাটোর: নাটোরে সকাল থেকেই টিপ টিপ বৃষ্টি পড়ছে। একইসঙ্গে ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া। ফলে বেড়েছে শীতের তীব্রতা। এ কারণে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। ঘর থেকে বের হতে পারছে না কর্মজীবী মানুষরা। ফসলের মাঠেও থমকে গেছে কৃষক।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা আকাশে সূর্যের দেখা মেলেনি।

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, শীতের সকালের এই বৃষ্টিতে কাজ-কর্মের কিছুটা বিপত্তি ঘটলেও এ সময়ের বৃষ্টিপাত কৃষি ও কৃষকের জন্য আর্শীবাদ।

নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম বাংলানিউজকে  জানান, বৃষ্টিপাতের কারণে কৃষকের কাজে কিছুটা বাধাগ্রস্ত হলেও ফসলের কোন ক্ষতি হবে না। বরং শীতকালীন রবি ফসল যেমন, গম, সরিষা, মশুরকালাই, মটরশুটিসহ বিভিন্ন ফসলের জন্য এই বৃষ্টি উপকারী।

এক-দুই দিনের বৃষ্টিতে সমস্যা হবে না। তবে বেশি সময় ধরে বৃষ্টি হলে আলু ও পেঁয়াজের কিছু ক্ষতি হতে পারে।

নাটোরে বৃষ্টিতে বেড়েছে শীতের তীব্রতাএদিকে, কৃষকরা বোরো ও পেঁয়াজের চারা রোপণে জমি এবং শ্রমিক প্রস্তুত রেখেছেন। বীজতলা থেকে বীজও উত্তোলন করেছেন। কিন্তু বৃষ্টির কারণে তারা কাজে নামতে পারছেন না। বৃষ্টিতে গম, মশুর, সরিষা, মশুরকালাই, মটরশুটি চাষিরা খুশি হলেও দুঃশ্চিন্তায় আছেন আলু ও পেঁয়াজ চাষিরা।

নলডাঙ্গা উপজেলার ছাতারভাগ গ্রামের কৃষক বকুল হোসেন জানান, আড়াই বিঘা জমিতে পেঁয়াজের চারা রোপন করবেন। এজন্য জমি প্রস্তুত ও ১৫ জন শ্রমিক ঠিক করেছেন। কিন্তু বৃষ্টির কারণে চারা রোপণ করতে পারছেন না। উপরোন্ত আবারও চাষ দিয়ে জমি প্রস্তুত করতে হবে। একই কথা জানালেন আরো অনেক চাষি।

অপরদিকে, বৃষ্টি ও শীত বাড়ার সঙ্গে সঙ্গে নাটোর শহরের বড় বড় বিপণী বিতানের পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতেও শীতের পোশাক কেনার জন্য মানুষের ভিড় বেড়েছে। তবে রাস্তায় মানুষের উপস্থিতি কম।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।