ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাটখিলে মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
চাটখিলে মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় পূণ্য প্রকাশ ডেঙ্গু (৩৪) নামে এক মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে বিধান নামে এক সন্ত্রাসী।

এসময় স্থানীয় দশঘরিয়া বাজারের অন্য ব্যবসায়ীরা ঘাতক বিধানকে আটক করে পুলিশে দিয়েছেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দশঘরিয়া বাজারে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত পূণ্য ওই উপজেলার দশঘরিয়া ইউনিয়নের দশঘরিয়া গ্রামের প্রিয়লাল দাসের ছেলে। আটক বিধান একই ইউনিয়নের দাস বাড়ির নেপাল দাসের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে দশঘরিয়া মাছ বাজারে পূণ্য মাছ বিক্রি করছিলেন। এসময় হঠাৎ করে বিধান এসে ধারালো ছুড়ি দিয়ে পূণ্যকে গলা কেটে হত্যা করেন। এসময় অন্য ব্যবসায়ীরা ঘাতক বিধানকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ নিয়ে বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন বাংলানিউজকে জানান, এ ঘটনায় বিধানকে আটক করা হয়েছে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।