ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় ৪ জুয়াড়ির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
হাতীবান্ধায় ৪ জুয়াড়ির কারাদণ্ড হাতীবান্ধায় ৪ জুয়াড়ির কারাদণ্ড

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় চার জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাতীবান্ধা উপজেলার সহকারী কমিশনার (ভ‍ূমি) আজিজুল রহমান এ কারাদণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার আবু জাফরের দুই ছেলে অহেদুল ইসলাম (৩৫) ও আসাদুল ইসলাম (৩৮), পূর্ব সির্ন্দুনা গ্রামের জহদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও একই গ্রামের হযরত আলী (৪৫)।

হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু চন্দ্র বাংলানিউজকে জানান, ভোরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সির্ন্দুনা গ্রামের একটি মাছের ঘেরে অভিযান চাল‍ায়। এ সময় জুয়া খেলা অবস্থায় পুলিশ তাদের আটক করে।

পরে দুপুরে তাদের চারজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক হযরত আলীকে ৭ দিন ও বাকী ৩ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।