ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিক জিয়াকে গাড়িচাপার ঘটনায় অভিনেতা কল্যাণ কোরাইয়া আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
সাংবাদিক জিয়াকে গাড়িচাপার ঘটনায় অভিনেতা কল্যাণ কোরাইয়া আটক

ঢাকা: প্রথম আলোর প্রধান ফটো সাংবাদিক জিয়া ইসলামকে গাড়ি চাপা দিয়ে গুরুতর আহত করার ঘটনায় মডেল ও অভিনেতা কল্যাণ কোরাইয়াকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করে কলাবাগান থানায় নেওয়া হয়েছে।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফেরদৌস বাংলানিউজকে জানান, ফটো সাংবাদিক জিয়াউল ইসলাম গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনায়ই অভিনেতা কল্যাণ কোরাইয়াকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তবে বিষয়টি যাচাই-বাছাই চলছে।

ফেরদৌস বলেন, কল্যাণ কোরাইয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই মামলায় গ্রেফতার দেখানো হবে কিনা তার পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ঘন্টা, জানুয়ারি ১০, ২০১৭

পিএম/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।