ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্বাসনালী কেটে হত্যা করা হয় দারুসসালামের ২ শিশুকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
শ্বাসনালী কেটে হত্যা করা হয় দারুসসালামের ২ শিশুকে

ঢাকা: রাজধানীর দারুসসালামে নিহত দুই শিশুর শ্বাসনালী কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ফরেনসিক বিভাগের চিকিৎসক প্রদীপ বিশ্বাস।

বুধবার (১১ জানুয়ারি) বেলা দেড়টার দিকে ঢামেক হাসপাতাল মর্গে দুই শিশুসহ তাদের মায়ের মরদেহের ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রদীপ বিশ্বাস বলেন, শিশু দু’টির গলার শ্বাসনালী কাটা ছিলো।

তাদের ধারালো অস্ত্র দিয়ে হত্যার করা হয়েছে। নিহত ওই দুই শিশুর মায়ের গলায়ও একটি দাগ পাওয়া গেছে। এছাড়াও তার পরীক্ষা-নিরীক্ষা জন্য ভিসেরা সংগ্রহ করা হয়েছে।

ময়নাতদন্তের আগে তিনটির মরদেহের সুরতহালের প্রতিবেদন তৈরি করেন দারুলসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নেওশের আলী।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর দারুসসালাম থানার ছোট দিয়াবাড়ি এলাকার টিনশেড বাড়িতে শিশু মেয়ে শামীমা (৫) ও ছেলে আব্দুল্লাহকে (৩) হত্যার পর আত্মহত্যা করেন মা আনিকা (২০)।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭

এজেডএস/এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।