ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাতিরঝিলে নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় শনাক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
হাতিরঝিলে নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় শনাক্ত

ঢাকা: রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম আব্দুল মুত্তালিব খোকন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এসে নিহতের স্ত্রী মুক্তা পারভীন তার স্বামীর মরদেহ শনাক্ত করেন।

মুক্তা বাংলানিউজকে জানান, তার স্বামীর নাম আব্দুল মুত্তালিব খোকন।

তার বাবার নাম মৃত মমতাজ উদ্দিন। বাড়ি পাবনা সদর উপজেলার ময়নামতি গ্রামে। তারা রামপুরার উলন রোডের একটি বাসায় ভাড়া থাকেন। তার স্বামী গুলশানে একটি বায়িং হাউজে চাকরি করতেন।

তিনি বলেন, ‘আমি আমার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি থেকে ঢাকার মহাখালী বাসস্ট্যান্ডে এসে নামি। আমাদেরকে রিসিভ করতে রামপুরার বাসা থেকে মহাখালী আসার সময় হাতিরঝিলে দুর্ঘটনার শিকার হন স্বামী খোকন’।

বেলা ১২টার দিকে রামপুরা মহানগর প্রজেক্ট সংলগ্ন হাতিরঝিল দিয়ে যাওয়ার সময় হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত অন্যজনকে স্থানীয় একটি হাসপাতালে চিকি‍ৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এজেডএস/জিপি/এএসআর

** হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।