ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রৌমারীতে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
রৌমারীতে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১

রৌমারী (কুড়িগ্রাম): রৌমারী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় হারুনুর রশিদ (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের চর ফুলবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি চর ফুলবাড়ী গ্রামের মৃত শাহাজুদ্দিনের ছেলে।

রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) রফিক বাংলানিউজকে জানান, হারুন মামলার এজাহারভুক্ত সাত নম্বর আসামি। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রোববার (০৮ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক সীমানা পিলারের ১০৬৫ কাছে গরু চড়ানোকে কেন্দ্র করে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষ হয়। এ সময় দুই বিজিবি সদস্য ও স্থানীয় দুইজন আহত হন।

পরে আহত বিজিবি সদস্য কার্জেন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে রৌমারী থানায় মামলা করেন।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।