ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে বাস খাদে পড়ে নিহত ১, আহত ২৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
দাউদকান্দিতে বাস খাদে পড়ে নিহত ১, আহত ২৮

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বিশ্ব ইজতেমার যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮ জন।

বুধবার (১১ জানুয়ারি) রাত ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রায় ৫০ জন মুসল্লি ফেনী থেকে রিজার্ভ বাস নিয়ে টঙ্গির বিশ্ব ইজতেমায় যাচ্ছিলেন। বাসটি দৌলতপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। নিহতের মরদেহ গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।