ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তথ্য ও প্রযুক্তিতে আমরা বিস্ময়কর সাফল্য অর্জন করেছি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
তথ্য ও প্রযুক্তিতে আমরা বিস্ময়কর সাফল্য অর্জন করেছি সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ

সুনামগঞ্জ: সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, তথ্য ও প্রযুক্তিতে আমরা বিস্ময়কর সাফল্য অর্জন করেছি। এর মাধ্যমে দেশ উন্নয়নের উচ্চ শিকড়ে পৌঁছানোর জন্য দৃঢ়ভাবে সরকার কাজ করে যাচ্ছে।

বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে মাঠে (বালুর মাঠ) অনুষ্ঠিত উন্নয়ন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক শেখ রফিকুল ইলামের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।