ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ড্রেন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
রাজশাহীতে ড্রেন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার রাজশাহীতে নবজাতকের মরদেহ উদ্ধার/ছবি-বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের পাশের একটি ড্রেন থেকে ২৫ দিন বয়সী এক নবজাতকের (ছেলে) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ সংলগ্ন নগরীর লক্ষ্মীপুর এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন লক্ষ্মীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুজ্জামান।

তিনি বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। পরিচয় না থাকায় কোয়ান্টাম ফ‍াউন্ডেশনের সহায়তায় নবজাতকের মরদেহ দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭

এসএস/এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।