ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শনে জাইকা প্রতিনিধি দল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
কেরানীগঞ্জে ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শনে জাইকা প্রতিনিধি দল কেরানীগঞ্জে ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শনে জাইকা প্রতিনিধি দল-ছবি: বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শনে জাইকা প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে তারা উপজেলার কোণ্ডা ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও আগানগর ইউনিয়ন ডিজিটাল পরিদর্শন করেন।

পরে তারা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের বিভিন্ন সেবা সম্পর্কে খোঁজ খবর নেন এবং সেবার মান মূল্যায়ন করেন।

এসময় উপস্থিত ছিলেন- সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও জাইকার এনআইএস সাপোর্ট প্রজেক্টের সিনিয়র কনসালটেন্ট আলী ইমাম মজুমদার, জাইকা কনট্রাকটর ও এনআইএস সাপোর্ট প্রজেক্টের চিফ অ্যাডভাইজর আতসুশি তকুরা, এনআইএস সাপোর্ট প্রজেক্টের পাবলিক রিলেশন এক্সপার্ট আফিকো ইয়ামাশাকি, যুগ্ম সচিব ও এনআইএস সাপোর্ট প্রজেক্টের ন্যাশনাল কনসালটেন্ট মো. শফিউল আলম, সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন ও আগানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ্‌ খুশী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।