ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
জয়পুরহাটে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

জয়পুরহাট: জয়পুরহাটে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আয়োজনে তিন দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জয়পুরহাটের জেলা প্রশাসক আব্দুর রহিম এ মেলার উদ্বোধন করেন।

এ সময় বক্তব্য রাখেন- পুলিশ সুপার (এসপি) রশীদুল হাসান, জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার মেজর হাসান আরাফাত ও বিসিএসআইআর এর পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান প্রমুখ।

মেলায় উত্তরাঞ্চলের ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৮৪ জন ক্ষুদে বিজ্ঞানী তাদের উদ্ভাবিত গবেষণা প্রকল্প প্রদর্শন করছে। এসব প্রদর্শনী দেখতে জয়পুরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অভিবাবকরা ভিড় করছেন।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।