ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কল্যাণ কোরাইয়ার গাড়ি জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
কল্যাণ কোরাইয়ার গাড়ি জব্দ

ঢাকা: ফটো সাংবাদিক জিয়া ইসলামকে গাড়ি চাপা দিয়ে গুরুতর আহত করার ঘটনায় মডেল ও অভিনেতা কল্যাণ কোরাইয়ার গাড়ি জব্দ করেছে কলাবাগান থানা পুলিশ।

বুধবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরীপাড়ায় কল্যাণের বাসায় অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত খান বাংলানিউজকে জানান, দুর্ঘটনাস্থলের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে আমরা যে বর্ণনা পেয়েছি, তার সঙ্গে এ গাড়ির মিল রয়েছে।

তাই ধারণা করা হচ্ছে, এটিই সেই গাড়ি। এ কারণে মামলার আলামত হিসেবে কল্যাণের গাড়িটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এসটি/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।