ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাধবপুরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
মাধবপুরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক মাধবপুরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ মিলি বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার মনতলা-ধর্মঘর সড়কের ভবানীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

মিলি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লালবাগ গ্রামের মন্নাফ মিয়ার স্ত্রী।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সিএনজি চালিত একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ মিলিকে আটক করা হয়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে যায়। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।