ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

করতোয়ার পানি প্রবাহ ফিরিয়ে আনতে বগুড়ায় মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
করতোয়ার পানি প্রবাহ ফিরিয়ে আনতে বগুড়ায় মতবিনিময় সভা পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে মতবিনিময় সভা- ছবি: আরিফ জাহান

বগুড়া: করতোয়া নদী দখল ও দূষণমুক্তকরণে এবং স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনার লক্ষে বগুড়ায় পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে জেলা প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন।



এছাড়া সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি আব্দুল মান্নান, মাহফুজ আরা নিভা, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, অ্যাডভোকেট শাহজাদী লায়লা, মুস্তাফিজ বিল্লাহ, ফারুখ আকবর, আনোয়ারুল ইসলাম বাচ্চু প্রমুখ।
 
এ সময় বক্তারা বলেন, দেশের প্রাকৃতিক পরিবেশের অবক্ষয় রোধ ও এরই মধ্যে পরিবেশের যে ক্ষতি সাধিত হয়েছে তা পূরণে উদ্যোগ গ্রহণ করতে হবে। পরিবেশের বিভিন্ন ক্ষেত্রে দৃষ্টি দিয়ে পরিবেশ রক্ষায় ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি করতোয়া নদী রক্ষায় সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এমবিএইচ/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।