ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রোববার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
রোববার সুইজারল্যান্ড  যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) শীর্ষ পর্যায়ের বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী রোববার (১৫ জানুয়ারি) রাত পৌনে দশটায় ঢাকা ছাড়ার কথা প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী কার্যালয় সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

এ সম্মেলনে যোগদান শেষে আগামী ২০ জানুয়ারি প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।

সুইজারল্যান্ডের ডাভোস শহরে অনুষ্ঠেয় ডব্লিউইএফ-এর বৈঠকে বিশ্বের অন্য নেতারাও যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত জানাতে রোববার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
 
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এবারের ডব্লিউইএফ’র বার্ষিক সভার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রক্রিয়াশীল ও জবাবদিহিমূলক নেতৃত্ব’।
 
ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলা, বিশ্বকে সামনে এগিয়ে নিতে নিজ নিজ অভিজ্ঞতা ও পরিকল্পনা তুলে ধরবেন বিশ্ব নেতারা। আলোচনায় আসবে আঞ্চলিক উন্নয়ন, শিল্পায়ন ও তথ্য-প্রযুক্তির বিকাশও।
 
সূত্র জানায়, ডব্লিউইএফ’র বৈঠকের বেশ কয়েকটি সেশনে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব বক্তৃতায় বাংলাদেশের ধারাবাহিক প্রবৃদ্ধিসহ উন্নয়ন ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরবেন তিনি।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
জেপি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।