ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা ফেরদৌস আরার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
মুক্তিযোদ্ধা ফেরদৌস আরার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক আনসার অ্যাডজুডেন্ট, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আরা বেগম রুনুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাবেক আনসার অ্যাডজুডেন্ট, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আরা বেগম রুনুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বিবৃতিতে মহান মুক্তিযুদ্ধে তার অবদানের কথা স্মরণ করে মরহুমের বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা করেন বঙ্গবন্ধুকন্যা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান ফেরদৌস আরা বেগম রেনু।

উল্লেখ্য, তিনি মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ ও সাবেক মন্ত্রী রাশেদ মোশাররফের বোন।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
বিএসকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।