ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা

পটুয়াখালী: পটুয়াখালী পৌর শহরের নিউমার্কেট এলাকায় মাহাবুব প্যাদা (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে। মাহাবুব পটুয়াখালী সদরের সবুজবাগ এলাকার ৯ নম্বর লেনের বাসিন্দা ইউসুফ প্যাদার ছেলে।

নিহতের স্বজনরা বাংলানিউজকে জানান, মাহাবুব স্থানীয় এক বাণিজ্য মেলায় ঘুরতে গেলে কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে মাহাবুব নিউমার্কেট এলাকায় গেলে ওই যুবকেরা কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেওয়ার পথে মাহাবুবের মৃত্যু হয়।

পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, হামলাকারীদের গ্রেফতারে পুলিশ রাত থেকেই মাঠে নেমেছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা হয়‌নি।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এমএস/এনটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।