ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাঙ্গামাটিতেই যোগ দিতে হবে জেলার মাসুদকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
রাঙ্গামাটিতেই যোগ দিতে হবে জেলার মাসুদকে জেলার মাসুদ পারভেজ

ঢাকা: সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে শাস্তিমূলক বদলি হওয়া জেলার মাসুদ পারভেজ মঈনকে এক মাস ছুটি শেষে রাঙ্গামাটিতেই যোগ দিতে হবে।

কারাগারের এই কর্মকর্তার বিরুদ্ধে ছুটিতে থাকাকালীন নিজ এলাকায় প্রতিপক্ষকে হত্যার হুমকির অভিযোগ উঠে। এ নিয়ে আইনানুগ ব্যবস্থা নিতে আদালতে আবেদনও করেছে পুলিশ।


 
আগামী ১৮ জানুয়ারি তার একমাস ছুটি শেষ হবে।
 
অতিরিক্ত কারা মহাপরিদর্শক ইকবাল করিম বাংলানিউজকে জানান, জেলার মাসুদের রাঙ্গামাটিতে বদলির আদেশ পরিবর্তন করা হয়নি। আর মাসুদ একমাসের ছুটিতে রয়েছেন। এ সময়ের মধ্যে তিনি তার এলাকায় বা ব্যক্তিগত কোনো ঘটনায় জড়িয়ে পড়লে এটা তার নিজের ওপর পড়বে।
অসুস্থতার জন্য ছুটি নিলেও মাসুদ সুস্থভাবে এলাকায় ঘুরে অপরাধমূলক কর্মকাণ্ড করছেন বলে তার প্রতিপক্ষ প্রবাসী খালেদুর রহমান অভিযোগ করেছেন।
 
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ছগির মিয়া বাংলানিউজকে জানান, গত ১৮ ডিসেম্বর থেকে মাসুদ এক মাসের ছুটিতে রয়েছেন। এ সময়ের মধ্যে তিনি অপরাধ করলে সেটা কারা কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত নয়।
তবে জেলার মাসুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আদালতে পুলিশের আবেদনের বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

এদিকে জেলার মাসুদ তার বদলি ঠেকিয়ে নিজ বিভাগ সিলেটে থাকতে চেয়েছিলেন। বাংলানিউজকে মাসুদ বলেন, ‘তিনি সিনিয়র জেলার হওয়ার পরও তাকে রাঙ্গামাটিতে বদলি করা হয়েছে। ’

মাসুদ জানান, বিভিন্ন অভিযোগের কারণে তিনি পেশাগতভাবে ক্ষতির মুখে পড়েছেন।
 
 **মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতে পুলিশের আবেদন
**বদলিতে আরও বেপরোয়া সিলেটের জেলার মাসুদ!

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এসএ/আরআর/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।