ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে মাদকসহ আটক ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
কেরানীগঞ্জে মাদকসহ আটক ৩

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ তিন জনকে আটক করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিনগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর পশ্চিমপাড়া এলাকা তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মো. মিলন (২৫), জাবেদ (৪৫) ও মো. বাবু (২৭)।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দোলেশ্বর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৫৫ পিস ইয়াবা ও ১০৫ পুড়িয়া হেরোইনসহ তিন জনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০০৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।