ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গাঁজাসহ আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
রাজধানীতে গাঁজাসহ আটক ২

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে পাঁচ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দু’জনকে আটক করা হয়।

আটক দু’জন হলেন- সজিব (২২) ও ফাতেমা (৪০)।

তবে দু’জনের বাড়ির ঠিকানা প্রাথমিকভাবে জানা যায়নি।

ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বাংলানিউজকে জানান, সকালে চট্টগ্রাম থেকে ঢাকা কমলাপুর রেলস্টেশনের একটি ট্রেন আসলে ওই দু’জনকে সন্দেহ হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭

এজেডএস/এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।