ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুকসুদপুরে কালা মিয়া হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
মুকসুদপুরে কালা মিয়া হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন কালা মিয়া হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে কালা মিয়া হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহতের ছেলে কবির হোসেন, হবি শেখ, শিল্পি বেগম ও পারভীন বেগমসহ অনেকে বক্তব্য রাখেন। তারা দ্রুত দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান।

মানববন্ধনে এলাকাবাসী ও নিহতের স্বজনরা অংশ নেন।

উল্লেখ্য, গত বছরের ২৭ ডিসেম্বর সকালে খাসজমি দখলকে কেন্দ্র করে কালা মিয়াকে তার বাড়ির সামনে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ২৯ ডিসেম্বর ২৫ জনকে আসামি করে মুকসুদপুর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।