ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‍ফার্মগেট হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
‍ফার্মগেট হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর তেজগাঁও থানাধীন ‘হোটেল ফার্মগেট’ থেকে শফিক আহম্মেদ চৌধুরী (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে হোটেলের ৭১০ নম্বর কক্ষের দরজা ভেঙে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোটেলের সুপারভাইজার সঞ্জয় কুমার বাংলানিউজকে বলেন, নিহত ব্যক্তি গত তিনদিন আগে হোটেলে ওঠেন। তার ঠিকানা চট্টগ্রাম লালখান বাজার। শুক্রবার তার হোটেল ছেড়ে দেওয়ার কথা। তিনি ভাড়াও পরিশোধ করেছেন। সকালে তাকে ডাকা-ডাকি করে দরজা না খোল‍ায় পুলিশে খবর দেই। পুলিশ এসে ওই কক্ষের দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে যায়।

তেজগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কি কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে জানা যাবে।

শফিক আহম্মেদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এজেডএস/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।