ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
আশুলিয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আশুলিয়া, সাভার: আশুলিয়ার খেজুরটেক এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবুল হোসেন (৬২) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সায়েদ (৬৪) নামে একব্যক্তিকে আটক করা হয়।

নিহত বাবুল হোসেন দিনাজপুর জেলার কোতোয়ালি থানার মৃত বদিউজ্জামানের ছেলে। তিনি এফজিএস গার্মেন্টসের পেছনের আজিজ মিয়ার বাসায় থাকতেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) শামীম হাসান বাংলানিউজকে জানান, সকালে তুচ্ছ বিষয় নিয়ে খেজুরটেক এলাকার সায়েদের সঙ্গে বাবুলের কথা কাটাকটি হয়। এক পর্যায়ে সায়েদ বাবুলকে পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা বাবুলকে উদ্ধার করে আশুলিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পয়ে পুলিশ বাবুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এনটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।