ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রৌমারীতে অগ্নিদগ্ধ বৃদ্ধার মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
রৌমারীতে অগ্নিদগ্ধ বৃদ্ধার মৃত্যু

রৌমারী (কুড়িগ্রাম): রৌমারীতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আমেরশরি রাণী দাস (৬০) নামে এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। তিনি উপজেলার সদর ইউনিয়নের নমদাস পাড়ার বাসিন্দা।

এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নমদাস পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, রাতের খাওয়া শেষে আমেরশরি রান্নাঘরে ঘুমাতে যান। এ সময় হঠাৎ রান্না ঘরে ‍আগুন ধরে যায়। এতে বৃদ্ধা অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। এ সময় বৃদ্ধার মেয়ের জামাই রঘুরাম দাস (৪৫) তাকে উদ্ধার করতে গেলে তিনিও অগ্নিদগ্ধ হন। এ ‍অবস্থায় তাদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি কর‍া হয়।

পরে সেখানে আমেরশরির অবস্থার অবনতি হলে সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনিসংহ মেডিকেলে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহফুজুর রহমান সরকার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।