ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
হবিগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ হবিগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ-ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জে অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজ শেষে আলেয়া-জাহির ফাউন্ডেশনের উদ্যোগে হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়।

মো. আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।

এসময় উপস্থিত ছিলেন- বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক ও বায়তুল আমান জামে মসজিদের ইমাম মুফতি আলমগীর হোসাইন সাইফী প্রমুখ।

হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর শহরের অসহায় দরিদ্র মানুষকে ৫শ’ কম্বল দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।